letra de bristy veja akash - kid max
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
ভালোবেসেছি তখনই তোমায় যখন দেখেছিলাম প্রথম
কি অপরূপ ঐ ঠোঁটের হাসি, কত মায়া ভরা চোখ দুটি
আমি তোমায় ভালোবাসে ফেলেছি প্রিয়া, ভালোবেসে ফেলেছি তোমায়
তুমি যেনো জাদু জানো জাদু করলে আমাকে
খুঁজছি শুধু তোমায়, বলোনা তুমি কোথায়
তুমি আছ এই হৃদয়ে, সারাটাক্ষন ডাকি তোমায়
করে নিবে কি তোমার বলো না প্রিয়া আমাকে
ভালোবাসি যে তোমায়, তোমাকেই ভালোবাসব চির জীবন
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
বৃষ্টি ভেজা আকাশ
চারদিকে বইছে নিঝুম শীতল বাতাস
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
আমি দাঁড়িয়ে আছি ভিজে রাস্তার একপাশে
letras aleatórias
- letra de 99/100騙しの哲 (99/100 damashi no tetsu) - uverworld
- letra de cherry on top - youha
- letra de игра (game) - miravi
- letra de sensual seduction (wideboys radio mix) - snoop dogg
- letra de i'm ready - crucified
- letra de slumdog paradise - kohta yamamoto
- letra de behind - lindsay james
- letra de serba rancore - doppia b
- letra de bad time coming - white tiger (1986)
- letra de negan smith | freestyle - lord inferno