letra de notun jibon - khorshad shazib
[গানের কথা “notun jibon” ft. khorshad shazib]
[verse 1]
হৃদয় মানে না কোনো কারণ
ভালোবাসা কখনো হারিয়ে গেলে
প্রিয় মুখ, প্রিয় মুহূর্ত
বেঁচে থাক স্মৃতি
সত্যি কথা কেউ কারো নয়
কারো জন্যে বসে থাকে না কেউ
জীবন খুব ছোট
[verse 2]
হৃদয় থমকে পরে থাকে
হতাশার চাদরে মুখ লুকিয়ে
খুঁজে ফেরে, মনে পরে যায়
প্রিয় সব স্মৃতি
আমি জানি সময় পাল্টে যাবে
রূপকথার মতো ফিরবে না কেউ
উত্তর খুঁজি জীবনের মাঝে
[pre-chorus]
দুঃখ নিয়ে একা আর কতদিন
কান্না সব পুড়ে যাক
সব ভুলে মিশে যাও মানুষের মাঝে
আকাশের মেঘ সরে যাক
[chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো
[bridge]
এখানেই শেষ নয়, পৃথিবীর আরো গহীনে
খুঁজে পাবে, বেঁচে থাকার অনেক কারণ
ভুলে সব অভিমান, মিশে যাও মানুষের মাঝে
খুঁজে পাবে, ভালোবাসার অনেক কারণ
[chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো
ভালোবেসো
letras aleatórias
- letra de adeus - chicote
- letra de garoto feliz - thibinha aragão
- letra de hablas tu - ni voz ni voto
- letra de dat's right - wiz khalifa & ty dolla $ign
- letra de anyway - may erlewine
- letra de zoölogie - blake (dutch rapper)
- letra de lichtfänger - abinchova
- letra de delete the right - radar and satellite
- letra de leading me on but i'm not mad about it - remy (isthatremy)
- letra de bulutlanma bana - hakan gencol