letra de tader shopno - karnival
[verse 1]
অট্টালিকার মাঝে পড়ে আছি
ঘিরে আছে প্রাচীর চারিদিক আমার
বিকৃত তুমি, বিকৃত সবই
পাথরের নীচে আটকা পড়েছি আমি
এক মুঠো মাটি সঙ্গী করে
ময়লার নীচে ঘুরে ফিরি আমি
দেয়ালের মাঝে দাঁড়িয়ে আমি
দেখছি মানুষের আহাজারি
[chorus]
এই হলো আমার দেশ
তোমায় আমি ভালোবাসি
এই হলো আমার জাতি
তোমায় আমি ভালোবাসি
এই ছিলো তাদের স্বপ্ন
যারা তোমায় এনে দিয়েছে
এই হলো আমার দেশ
তবুও তোমায়
[verse 2]
বন্য কুকুরও চিৎকার করে
তারাও বাঁচতে চায় তোমাদের থেকে
স্বর্ণের খাঁচা থেকে বের হয়ে
দেখো কি হচ্ছে আশেপাশে
বিবেক-বুদ্ধিকে প্রশ্ন করো
আয়নায় নিজের পশুত্বকে দেখো
নেশা ও নারীর মায়াজাল থেকে
বের হয়ে এবার প্রাচীর ভাঙো
[chorus]
এই হলো আমার দেশ
তোমায় আমি ভালোবাসি
এই হলো আমার জাতি
তোমায় আমি ভালোবাসি
এই ছিলো তাদের স্বপ্ন
যারা তোমায় এনে দিয়েছে
এই হলো আমার দেশ
তবুও তোমায়
letras aleatórias
- letra de подростки (teens) - kurt92
- letra de fault - hawai
- letra de пока глаза горят (poka glaza goryat) - st1m
- letra de i knew the whole time - pasquale gee
- letra de k-love fan awards: songs of the year (2014 mash-up) - anthem lights
- letra de hell a - some hear explosions
- letra de seul (rester vivant) - johnny hallyday
- letra de respect - chief keef
- letra de seen messages - swish da god
- letra de #freejok3r - kayncee