letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de bidhatar aahobaan - karnival

Loading...

[verse]
আজ আমি চিনি অন্য নিজেকে
মহাকালের এই ঘূর্ণিপাকে
নিজে খুঁজে ফিরি নিজের অনুভূতিকে
বিধাতার এ কঠিন মায়াজালে
অন্ধকার ছেড়ে আলোর দুয়ারে
নিজের প্রতিচ্ছবির ছায়া ভাসে

[chorus]
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা

[bridge]
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে

[chorus]
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
[instrumental break]

[chorus]
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...