
letra de ei shohor - kaaktaal
[verse 1]
এই শহর
চেনা পথের ধূলো
স্নেহমাখা রাতে নিয়নেরই আলো
ধোয়া
কালো ধোঁয়ার ছোঁয়া
চোখে জ্বালা তবু বাতাস চেনা
ট্রাফিক জ্যামে সময় থেমে
তবু সাথে চেনা-অচেনা চেহারা
মুখোশ পরা মানুষ সবাই
তবু এ শহরে সবাই আপন।
[chorus]
আমার…
শত মানুষের ভীড়ে হারিয়ে আমি আমায় খুঁজে পাই
সেই কোলাহলে খোলা ধোঁয়া-জল, আমার হৃদয় ভেজায়–
যে পথে হারিয়ে, অলি-গলিতে
সে পথ যেন সে শহরে মিশে
যদি ঘর ছাড়া কেউ, আপন ভাবো
তবে এসো আমার শহরে
এসো আমার শহরে
এসো আমার শহরে।।
[verse 2]
কত দেয়াল, কত আলো জানালায়
তারে তারে জোড়া শালিক আর কাক
উঁচু উঁচু দালান আমায়, ঘিরে ধরে নীল আকাশ দেখায়।
হাঁটার পথে অবহেলা তাই
অভিমানে তার বুক ভাঙা;
আজ মিছেমিছি উদাসী কথায়
শহরের সব দেয়াল ভরে যাক।
[chorus]
শত মানুষের ভীড়ে হারিয়ে আমি আমায় খুঁজে পাই
সেই কোলাহলে খোলা ধোঁয়া-জল, আমার হৃদয় ভেজায়–
যে পথে হারিয়ে, অলি-গলিতে
সে পথ যেন সে শহরে মিশে
যদি ঘর ছাড়া কেউ, আপন ভাবো
তবে এসো আমার শহরে
এসো আমার শহরে
এসো আমার শহরে।।
[bridge]
এই শহর, এই আকাশ বাতাস চিরচেনা সুরে আমায় ডাকে
এই শহর, শত আলোর মাঝেও অভিযোগে ঘেরা আপন আঁধার
আঁধারে আমার আলো
এই শহর, এই শহরই আমার যে ঠিকানা
যত দূরে, যত দূরে থাকি, আসব ফিরে
তুমিও এসো আমার শহরে
এসো আমার শহরে।
[chorus]
যে পথে হারিয়ে, অলি-গলিতে
সে পথ যেন সে শহরে মিশে
যদি ঘর ছাড়া কেউ, আপন ভাবো
তবে এসো আমার শহরে
এসো আমার শহরে
এসো আমার শহরে।।
যে পথে হারিয়ে, অলি-গলিতে
সে পথ যেন সে শহরে মিশে
যদি ঘর ছাড়া কেউ, আপন ভাবো
তবে এসো আমার শহরে।।
letras aleatórias
- letra de ran to the sun - diego gutierrez
- letra de dominos - jaywin
- letra de we are the shepherds - lowland hum
- letra de maison fantôme - sinik
- letra de the ecstasy of gold/enter sandman [live shit: binge and purge] - metallica
- letra de favorite headache - black panther
- letra de lilcashbacklash - ca$hton
- letra de fake ass friends - karly driftwood
- letra de hasta que se seque el malecón (remix) - jacob forever
- letra de blue skies - cast of the lodge