letra de chorki - kaaktaal
Loading...
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীরঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে।
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও;
নীলচে সাগরের তীরঘেষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও;
সকালের আলোতে ঘাসভরা সবুজে
হামাগুড়ি হুড়োহুড়ি গড়াগড়ি খেতে দাও।
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে।
letras aleatórias
- letra de lyonse new year - chef 187
- letra de flex - e. geaux
- letra de heroin chic - whitener & platov
- letra de on my mind - benji & mike
- letra de один никого (one nobody) - lesme
- letra de te diré - marvin
- letra de 電視遊戯 (denshi yuugi) - 164
- letra de xxl - cichoń
- letra de дядя таксист - mb3xxl
- letra de schengen - lalcko