letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de mon boleche amar (from "love express") - jeet gannguli, bob & prasen

Loading...

মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । (২ বার)
সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।

মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।
র্যাপ: লেগে গেছে ভালো তাই, পরে গেছি প্রেমে তোর,
থামছে না আর এই জার্নি ।
দেখা শোনা হয়ে যাক, বোঝাপড়া হয়ে থাক,
হিংসুটে দুনিয়াটা চাপ নিক ।
রংবাজ, রংরুট, হাতছানি, হাইগ্রেদ,
সবাই কে ফেলেদিক সাইডে ।
ছোট করে বুঝে নে, তুই আমি দুজনে, ঊরে যাব স্বপ্নের ফ্লাইট এ ।
আজ আকাশের সাথে এক সন্ধি করেছি,
মেঘেরই জেল খানায়, তোকে বন্ধী করেছি ।
আর দেবনা যেতে, এই বৃষ্টি দিনের আকাশ,
তোর দুচোখের হাসি, বড় করছে নাজেহাল ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । (২ বার)
সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর ।
আজকে প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই,
ইচ্ছে উড়ান দিলো আর বলল তোকে চাই ।
অল্প রোদের দিনে তোকে গল্প পাঠালাম,
মনকে মনের হাতে তুই ঝর্না হয়ে নাম ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।
সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...