letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de tumio - jay das

Loading...

[verse 1]
তোমার অভাবে রঙিন এক সকালে
মনটা ধূসর লাগে বুঝাবো কী?
তোমার ভালোবাসাতে রহস্য লুকিয়ে থাকে
যদিও দ্বিধা সেই তবুও চিঠি লিখে পাঠিয়ে দেই
আমার হিসেবে এই অনুভূতির তুলনা নেই

[pre-chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়

[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah

[verse 2]
থামো! কী বলতে চাই একবার তো শুধু শোনো
কানে headphone দিয়ে কোথায় যাও? i don’t know
কেটে না দিন অপেক্ষায় তোমাকে বলবো (বলে দিবো)
কারণে অকারণে এসেছি নির্বাসনে
হুশ-জ্ঞান তো চলে গেলো তোমার সাথে
[pre-chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়

[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো

[instrumental break]

[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...