letra de tumio - jay das
[verse 1]
তোমার অভাবে রঙিন এক সকালে
মনটা ধূসর লাগে বুঝাবো কী?
তোমার ভালোবাসাতে রহস্য লুকিয়ে থাকে
যদিও দ্বিধা সেই তবুও চিঠি লিখে পাঠিয়ে দেই
আমার হিসেবে এই অনুভূতির তুলনা নেই
[pre-chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah
[verse 2]
থামো! কী বলতে চাই একবার তো শুধু শোনো
কানে headphone দিয়ে কোথায় যাও? i don’t know
কেটে না দিন অপেক্ষায় তোমাকে বলবো (বলে দিবো)
কারণে অকারণে এসেছি নির্বাসনে
হুশ-জ্ঞান তো চলে গেলো তোমার সাথে
[pre-chorus]
আমার হাতে লেখায় কত যে ব্যথা লুকায়
তবুও লিখে যাই তোমার আশায়
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
[instrumental break]
[chorus]
তুমিও শুধু আমার চোখে ভাসো
যা হবার তা হবেই তো
সবই মেনে নেবো
you’re so incredible
জানি না কী করবো
তুমিও, তুমিও, yeah
তুমিও শুধু আমার চোখে ভাসো, yeah
letras aleatórias
- letra de sleppo come il basso - space one
- letra de уходим на войну - rich, akim apachev
- letra de 20 - alexmove
- letra de underrated - anti-00
- letra de afford me - e the profit
- letra de edding - gruber
- letra de vazio - rachell luz
- letra de a w p - seven ate78
- letra de мышка - михаил муромов
- letra de wouldn't we? - mallory (pop)