
letra de majhe majhe - james
Loading...
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
letras aleatórias
- letra de talent:talált - luvzee
- letra de efthini - λυκοσ τησ στεπασ - lykos ths stepas
- letra de i dim the lights - highway queen
- letra de euskadi - segismundo toxicómano
- letra de flights - sir_nxkxxwill & champagne toast yeah
- letra de killin' it - ziavelli
- letra de з неба падай (fall from the sky) - alyosha
- letra de he wont love you like i will - saprapiii
- letra de quelques larmes et 2-3 roses - latios v
- letra de untitled (58) - duster