letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de bristir jole bhijechi - james

Loading...

বৃষ্টির জলে ভিজেছে
ছিড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা।

কি করে জানাবো বলো
হয়নি জানা ছেড়া চিঠির কথা।

ঠিকানা বদল হয়েছে তোমার
তাই ফিরে আসে চিঠি আমার
আমিতো আছি আগের ঠিকানায়
আসে না কেন চিঠি তোমার।

অজানা কত প্রশ্ন ছিলো
উত্তর তুমি পাওনি যার
সেই ক্ষোভে ভুলো না আমায়
এখনো আছি চিঠির প্রতীক্ষায়।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...