letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de bhalobasher khamar - james

Loading...

শত শত হাল দেয়া ওই জমিনে
আমি ভালোবাসবো না
তাই আকাশকে করেছি তোমার আমার

ভালোবাসার যৌথ খামার
শত শত হাল দেয়া ওই জমিনে
আমি তো ভালোবাসবো না

সর্বহারা যত প্রেমিক আছে
সব আমাদের
প্রতিবেশী সব আমাদের
বিধাতার উঠোনে হবে সমাবেশ
স্বদেশী এবং ভিনদেশী
স্বদেশী

সর্বহারা যত প্রেমিক আছে
সব আমাদের
প্রতিবেশী
বিধাতার উঠোনে সমাবেশ
স্বদেশী
আমাদের
সব আমাদের প্রতিবেশী
বিধাতার উঠোনে
হবে সমাবেশ

উর্বর আকাশে মোদের প্রেমের
থাকবেনা কোনো মালিকানা
ইচ্ছে মতন চলবো মোরা
কেউ করবেনা আমাদের মানা
আমার স্বপ্ন তোমার চোখে এক বাস্তবতার নাম
তোমার আঁচলে লিখবো আমি ভালোবাসার শ্রেণী সংগ্রাম

শত শত হাল দেয়া ওই জমিনে
আমি তোমাকে ভালোবাসবো না
তাই আকাশকে করেছি
তোমার আমার ভালোবাসার যৌথ খামার
ভালোবাসার যৌথ খামার

ভালোবাসার যৌথ খামার, ওহো
যৌথ, যৌথ খামার

এক বাস্তবতা
তোমার আঁচলে লিখবো আমি ভালোবাসার শ্রেণী সংগ্রাম
শ্রেণী সংজ্ঞা

যৌথ খামার
শ্রেণী সংগ্রাম

জমিনে আমি তোমাকে
তোমাকে
ভালো আর বাসবো না
বাসবো না

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...