letra de paangkha - jalali set
[chorus: double s & shafayat, both]
digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া পুরাই পাঙ্খা
ধীরেসুস্থে খাতির জমাই, মাথা হাল্কা
সব বাঙ্গালি digitally দ্যাহে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা গালায়া সব চাঙ্গা
digitally পাঙ্খা, পুরাই পুরাই পাঙ্খা
r-70 চম্পা, super ‘n’ gp controller-এ টাকা
পোলাপাইনে যেমনে সবডি বাবা গালায় চাঙ্গা
digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া
[verse 1: mc mugz]
লে হালুয়া রাইতে চক্ষে হলিউডের কালুয়া
দিনে লাগাই থুইবেন আপনে বলিউডের জালুয়া
বাবা রে বাবা বাবা দেখি সাদাই নাপা নাপা
tablet খাইয়া বাবা part লয় ইয়াবা, ছিঃ
গানের কথাবার্তি দেখি পুরাপুরি পাঙ্খা (yeah)
ভালো না লাগলে সোজা আগে পাইড়া যান গা
যাইয়া হৃদয় খানের মত ভালোবাসার গান গা (গা)
চ্যাটের বাঙালি digitally পুরাই পাঙ্খা
chaser, racer, cbz, fazer
pulsar, culture সবডির চাক্কা puncture
সুদ খাইতে খাইতে, ফাও লইতে লইতে
আর কইতে ক, বিছনায় মুইতা পায়না হুইতে
পোলাপাইনে বহাই থুইসে নামের আগে dj
dj-গো পাঠায় দিবেন বাবুবাজার bridge-এ
নায়ক-নায়ক ভাব সবডির নায়িকার অভাব
love-গুরু, ওস্তাদ, ছ্যাকা খাইয়া বরবাদ
[chorus: double s & shafayat, both]
পুরাই পাঙ্খা
ধীরেসুস্থে খাতির জমাই, মাথা হাল্কা
সব বাঙ্গালি digitally দ্যাহে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা গালায়া সব চাঙ্গা
digitally পাঙ্খা, পুরাই পুরাই পাঙ্খা
r-70 চম্পা, super ‘n’ gp controller-এ টাকা
পোলাপাইনে যেমনে সবডি বাবা গালায় চাঙ্গা
digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া
পুরাই পাঙ্খা
[verse 2: shafayat]
চিনি চম্পা (what)
গলায় গামছা (what)
খোমায় ঘোমটা (what)
হোগা লেংটা বে (what)
ভাবের ভাওয়ালি, জাইঙ্গা পিন্দে জোড়াতালি
ওগো মাঙ্গে নাই বাল, মাথায় চাঙ্গে চাপারি
যত রঙ্গের রঙ্গিলা মার্কা, ফিরিঙ্গি মাঞ্জা
দুইদিনের বৈরাগী ডাকলে part-এ পুরাই পাঙ্খা
বিবিতে না পোষাইলে হালিরে হাঙ্গা
গেরেক্কে মাইরা দেহে গুটির কানি ভাঙ্গা
জয় জালালি বাদবাকি আনাড়ি
উঠে যাইয়া ড্যান্ডিফুস, local battery
[?] আমগো ৪-০, কয় বুছকি মাতারি
মুরগী পাইলে হাতায়-জাগায় ফাও পাইলে বাঙ্গালি
আইজ্জিরা তামাশায় দেশপিরীতি হারাশা
মিঠা কথায় ভিজাইন্না চিড়া খাইয়া বেবাকে আমাশা
দাদারে আদাপড়া গোপনে বইলো বইলা
হইলে তো হইলো, নাইলে মামতো বইন রইলো
[chorus: double s & shafayat, both]
পুরাই পাঙ্খা
ধীরেসুস্থে খাতির জমাই, মাথা হাল্কা
সব বাঙ্গালি digitally দ্যাহে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা গালায়া সব চাঙ্গা
digitally পাঙ্খা, পুরাই পুরাই পাঙ্খা
r-70 চম্পা, super ‘n’ gp controller-এ টাকা
পোলাপাইনে যেমনে সবডি বাবা গালায় চাঙ্গা
digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া
[verse 3: shadhu]
পুরাই পাঙ্খা
যত বাল পাকনামি হটাই পাঙ্খা
মালমসলা ঢাইলা জিকির পাইরা ভাছা বাংলা লে
নায়কে নাটক দেইখা হাইসা-চাইপা টানে কী গাঞ্জা
মানে কি বুঝলা পাঙ্খা
আন্ধা, তগো ২ নম্বর ধান্দা
জাগাইলে brake তুই off যা, খিচ খা
বান্দরে নাচে না নাচায় বালিকা
লে রাজনীতির গুটিবাজি একতন্ত্র পাঙ্খা
local color fazer ওয়ালার হুকনা ফাপর পাঙ্খা
মোটা মামা খায় বাবা, মদন খ্যাচে দাণ্ডা
চ্যাটের বাল digital, ঠোলা সব আন্ধা
জুইতের কইলে কথা জ্বলবো হোগা, যান না
মাগনার দই খানগা, চুষলে ধন চাঙ্গা
চোখটারে মুুইঞ্জা দ্যাখে সাধু-চোরের তামশা
ভবের রঙে হইলে পাগল মাঝদরিয়ায় খাড়া
তোরে পার করবো কেডায়, উপ্রের ওই আল্লাহ্
[chorus: double s & shafayat, both]
পুরাই পাঙ্খা
ধীরেসুস্থে খাতির জমাই, মাথা হাল্কা
সব বাঙ্গালি digitally দ্যাহে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা গালায়া সব চাঙ্গা
digitally পাঙ্খা, পুরাই পুরাই পাঙ্খা
r-70 চম্পা, super ‘n’ gp controller-এ টাকা
পোলাপাইনে যেমনে সবডি বাবা গালায় চাঙ্গা
digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া পুরাই পাঙ্খা
ধীরেসুস্থে খাতির জমাই, মাথা হাল্কা
সব বাঙ্গালি digitally দ্যাহে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা গালায়া সব চাঙ্গা
digitally পাঙ্খা, পুরাই পুরাই পাঙ্খা
ধীরেসুস্থে খাতির জমাই, মাথা হাল্কা
সব বাঙ্গালি digitally দ্যাহে ঝাপসা
পোলাপাইনে যেমনে বাবা গালায়া সব চাঙ্গা
digitally পাঙ্খা
[outro: mc mugz]
পুরা digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া পুরা
digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া পুরা
digitally পাঁচমিশালি জোড়াতালি দিয়া বাবা
digitally পাঁচমিশালি জোড়াতালি, আহ্
letras aleatórias
- letra de gletsjers - graaf geo
- letra de one perfect soul - albion (metal band)
- letra de this love - hayley jensen
- letra de sometimes love dies - jason reeves
- letra de scars - sapphireunique
- letra de metal nation - silex (metal band)
- letra de lovocaine - kingcrow
- letra de maybe - word play
- letra de as mist unveils monoliths - pyre of ash
- letra de lost on you - yellow claw