letra de shorol meye - islam manik
সরলতায় ভরা একটি মেয়ে
প্রথম দেখাতেই যে মন কেড়েছে
সরল দুটি চোখ মায়াবি ঐ মুখ
যার কথা দিয়েছিলো আমায় বড় সুখ
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
আলোর শিখা হয়ে এসেছো তুমি
পুর্নিমার চাঁদ হয়ে থেকো তুমি
ভুরের পাখি হয়ে এসেছো তুমি
রাতের তাঁরা হয়ে থেকো তুমি
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেঘেরা ছুয়ে যায় দুর পাহাড়ে
বন্ধু হয়ে থেকো তুমি মন মাজারে
নদীরা ছুটে যায় সাগর পানে
কে তোমায় ডাকি আমি গানে গানে
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
সরলতায় ভরা একটি মেয়ে
প্রথম দেখাতেই যে মন কেড়েছে
সরল দুটি চোখ মায়াবি ঐ মুখ
যার কথা দিয়েছিলো আমায় বড় সুখ
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
হে মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
মেয়ে তোমার আমি বন্ধু হবো
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
letras aleatórias
- letra de babygirl - south park mexican
- letra de rally round - live - steel pulse
- letra de can't blame you - lucki
- letra de viaggio nell'aldilà - machete empire records
- letra de mood yuri - lordan punk
- letra de stunt on ya haters - ca$h out
- letra de gør mig lykkelig - kim larsen & bellami
- letra de dime carmen - single version - los chichos
- letra de οξύμορο - arrwsti fusi
- letra de bo niftach et ze - בוא נפתח את זה - david maayan - דוד מעיין