letra de bristir dine - indranil sen
Loading...
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে বৃষ্টির দিনে
কত আনন্দ দেয় উদাস করে তোলে জীবন
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
মন চলে যায় কুড়ি বছর পিছনে
মনে পরে সেই উতল হাওয়া
মন চলে যায় কুড়ি বছর পিছনে
মনে পরে সেই উতল হাওয়া
জীবনের নাটকে প্রথম অধ্যায়
উচ্ছল সেই দিনগুলি বৃষ্টির দিনে
স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
মন খুঁজে আজ ফেলে আশা তোমাকে
শুনে সে গান যা তোমার গাওয়া
মন খুঁজে আজ ফেলে আশা তোমাকে
শুনে সে গান যা তোমার গাওয়া
তুমি যার শুরুটাই গাইলে সে দিন
শেষটুকু আজও জার বাকি
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
কত আনন্দ দেয় উদাস করে তোলে জীবন
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
হুম হু হু
হুম হু হু
হুম হু হু
হুম হু
হুম হু হু
হুম হু
letras aleatórias
- letra de smoke rise - heebzstreet
- letra de spliff lifta - catch wreck
- letra de after tonight - d-fro
- letra de if i make it - slim dunkin
- letra de turn off the dark - bono & the edge
- letra de belle demoiselle new mix - christophe maé
- letra de fresco - wos
- letra de studio life - ab-soul
- letra de nightwalker - thiago pethit
- letra de shotgun - cale dru