
letra de chokhhe amar trishna - indrani sen
Loading...
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত
হাওয়ায় হাওয়ায়,
মনকে সুদূর শূন্যে
ধাওয়ায়–
অবগুণ্ঠন যায় যে উড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল
কালো কালো হয়ে শুকাল হায়।
ঝরনারে কে দিল বাধা–
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায়
যায় যে পুড়ে॥
চক্ষে আমার তৃষ্ণা
letras aleatórias
- letra de up - 44closures
- letra de clara schumann - v.i.p. (srb)
- letra de to całe gówno wypłukało nas z emocji, wiem - coldlone
- letra de memecoast - nigglet
- letra de as years and years went on - neversaur!
- letra de umoya - blxckie
- letra de block - paragon don
- letra de rafałeczek - hejka - rafałeczek
- letra de last light - invisions
- letra de no filler - swisha t