letra de valobashar murshid - imran
সিংগারঃ ইমরান,
টাইটেলঃ ভালবাসার মুর্শিদ,
লিরিকঃ মোঃ নয়ন চৌধুরি।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর,
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
চক্ষু মেইলা খুজি এত, থাকে যে সে নিজের মত,
চক্ষু মেইলা খুজি এত, থাকে যে সে নিজের মত,
দেয়না দেখা কয়না কথা, দেয়না দেখা কয়না কথা-
ভবের কারিগর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
কত করে তারে ডাকি, শোনে না সে দেয় যে ফাকি
কত করে তারে ডাকি, শোনে না সে দেয় যে ফাকি
রইযে একা সই যে বেথা, রইযে একা সই যে ব্যথা-
আজব জাদুকর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর,
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
এমন কইরা চাইগো যারে, কেমন কইরা পাইগো তারে
তার বিহনে জীবন আমার একলা উজান চর।
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর,
আমার ভালবাসার মুর্শিদ থাকে অন্তরের ভেতর।
letras aleatórias
- letra de nothing simple - romen
- letra de you treat me like you hate me - dapurr
- letra de 2 minute snap - nicknxtdoor!
- letra de am israel - עם ישראל - aaron razel - אהרן רזאל
- letra de badman - nostalgix
- letra de need me too - kendro & hannah zhao
- letra de fadin' - palehound
- letra de blue hills - boy golden
- letra de guide my hand - driveblind
- letra de 我らが嘆きのカルミア (warera ga nageki no kalmia) - dragon guardian