letra de fire ashona - imran mahmudul
Loading...
[verse 1]
স্মৃতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে ফেঁপে
[chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু’হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
[verse 2]
কতটা কঠিন বাঁচা তুমিহীন
আঁধারে বিলীন স্বপ্নেরা হায়
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায়
[refrain]
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
[chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু’হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
[verse 3]
হারানো ক্ষত অবিরত
মনেতে কত ব্যথা দিয়ে যায়
দিনে রাতে আর্তনাদে
প্রেম যে কাঁদে, কি করে বোঝাই
[refrain]
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
[chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু’হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চল না আবার একসাথে
[outro]
আবার একসাথে
letras aleatórias
- letra de i am so in love with u - stockroom daddy
- letra de nine - na$ty p00p
- letra de bring our drones home - moon bandits
- letra de querosene - banda hell dog's
- letra de you can't get dressed when you're depressed - better than milk
- letra de headrush - django django
- letra de taxin’ - sic stef
- letra de distance (feat. gtb dizzy) - gtb dsav
- letra de the wrld is low, so i get high :( - iluvtora
- letra de you got me (live) [dave chappelle's block party] - the roots