
letra de mayabi (মায়াবী) (from " borbaad") - imran mahmudul & konal
[verse 1: imran mahmudul]
বল কি করে হলো রে এমন?
সব ব্যথা তুই ছুঁলে সেরেছে
বল কি করে আজ কি করে এই মন
সব কথা তোর কাছে বলেছে
চাইছি না, চাইবো না তুই ছাড়া কিছু আর
[chorus: imran mahmudul]
মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)
চোখে তোর ডুবেছি
মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)
প্রেমে তোর মরেছি
[verse 2: imran mahmudul]
অগোছালো আমার এই জীবনটা
দিয়ে যা দিয়ে যা না তুই গুছিয়ে
ছাড়বো সব তোরই এক ইশারায়
পারবো না থাকতে তোর না হয়ে
[pre-chorus: imran mahmudul]
হো, কবে তুই আমার হবি?
আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে
বল না আমায়?
[chorus: imran mahmudul]
মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)
চোখে তোর ডুবেছি
মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)
প্রেমে তোর মরেছি
[verse 3: konal]
হয়েছি আমি তোর যে কখন
পড়ে না পড়ে না রে মনে
ঢেউ হয়ে তোর চোখের সাহারায়
চাইবো এ তোর প্রাণের গোপনে
[pre-chorus: konal]
হো, কবে তুই আমার হবি?
আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে
বল না আমায়?
[chorus: imran mahmudul, konal]
মায়াবী(মায়াবী), মায়াবী(মায়াবী)
চোখে তোর ডুবেছি
মায়াবী(মায়াবী), ও মায়াবী(মায়াবী)
প্রেমে তোর মরেছি
letras aleatórias
- letra de wine me - tytokush
- letra de roast yourself challenge - mariale marrero
- letra de поколение греха (sin generation) - gspd
- letra de flex and chill - kayzy nuel x damzi
- letra de we are the storm - yam haus
- letra de hoy he vuelto a beber - loquillo y los trogloditas
- letra de letnie słoneczne dni - dudek p56
- letra de all lies - lil happy lil sad
- letra de what you don't love - giver (hc)
- letra de await the sobering - dear youth