letra de je kawta din reprise - iman chakraborty
যে ক’টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
যে ক’টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে
শীতের শুকনো পাতা মাড়িয়ে গেলে চলে
কাঁচা রঙের প্রলেপ আপনি ওঠে জ্বলে
আমার নির্ভরতা, দুঃখ-সুখের মানে
গলায় আটকে থাকা মুক্তো দানা জানে
তোমার মর্মস্থলে আমাকে হাত রাখতে দাও
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে
আমার অলস জোছনাতে তুমি লেগে ছিলে
যে ক’টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিলো নৌকার পালে চোখ রেখে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
আমার চোখে, ঠোঁটে, গালে তুমি লেগে ছিলে
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
আমার আঙুল, হাতে, কাঁধে তুমি লেগে ছিলে
letras aleatórias
- letra de бункер (bunker) - 5opka, anseen & riptrozeex
- letra de подписана (subscribed) - musica di strada
- letra de salute 2 el chapo - dj smokey
- letra de i apologize - young chronic
- letra de we came for love - malcolm pisani
- letra de lights & fire - wolves at the gate
- letra de lifting - folcast
- letra de not the one - kennedy freeman (highnoon)
- letra de honor's theme (vocal ver.) - masakazu sugimori
- letra de skylark - michael holliday