letra de mrittu - hyder husyn
[verse: 1]
চোখের পাতায় ঘুম নেই
নিস্তব্ধ নিবর রাতে
একাকীত্বে চিত্ত খুঁজিছে
আর আন কত না গীতি
আমি ভাবি, আমি ভাবি
সময় বুঝি খুব কাছাকাছি
আমিও হবো স্মৃতি
আমি ভাবি
সময় বুঝি খুব কাছাকাছি
আমিও হবো স্মৃতি
[verse: 2]
কত প্রাণ ছিলো খুব কাছাকাছি
কত প্রিয়, কত মুখ
কত নাম হলে চোখের আড়াল
ভেঙ্গেই যেতো বুক
কত প্রাণ ছিলো খুব কাছাকাছি
কত প্রিয়, কত মুখ
কত নাম হলে চোখের আড়াল
ভেঙ্গেই যেতো বুক
আজও স্মৃতির পাতায় ভেসে বেড়ায়
হাসি মাখা কতো মুখ
আমি ভাবি, আমি ভাবি
সময় বুঝি খুব কাছাকাছি
আমিও হবো স্মৃতি
[verse: 3]
কত চাওয়া-পাওয়া স্বপ্ন মায়ায়
ছুটেছি আজীবন
সবকিছু ফেলে যেতে হবে চলে
দেখেও বোঝে না মন
কত চাওয়া-পাওয়া স্বপ্ন মায়ায়
ছুটেছি আজীবন
সবকিছু ফেলে যেতে হবে চলে
দেখেও বোঝে না মন
বাসনা সাঁজাতে, ক্ষণিক ধরাতে
খুঁজেছি স্বর্গ সুখ
বিধাতা আমায় দেখিও ক্ষমায়
ফিরিয়ে নিও না মুখ
বাসনা সাঁজাতে, ক্ষণিক ধরাতে
খুঁজেছি স্বর্গ সুখ
বিধাতা আমায় দেখিও ক্ষমায়
ফিরিয়ে নিও না মুখ
নয়তো ওপাড়ে যাবো কী করে
ভয়ে যে কাপিছে বুক
আমি ভাবি
সময় বুঝি খুব কাছাকাছি
আমিও হবো স্মৃতি
আমি ভাবি
সময় বুঝি খুব কাছাকাছি
আমিও হবো স্মৃতি
letras aleatórias
- letra de blown it (own it cover) - maisie peters
- letra de 爱人,你住在那里 (where do you live, lover) - 艾敬 (ai jing)
- letra de hey senorita! - billy ray charles
- letra de サーキットの娘 (wild girls on circuit / the ready made jbl mix ’99) - puffy amiyumi
- letra de ain't worried - bruno martini, luísa sonza & diarra sylla
- letra de lukaku - exodus houari
- letra de драники эминема (eminem's potato pancakes) - kanjass
- letra de jewelry - jugg harden
- letra de knockin' on heaven's door - nathan fair
- letra de vì giờ anh đã yêu - naggie; zang