letra de bdr tragedy - hyder husyn
[pre-chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
[chorus]
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
[pre-chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
[verse 1]
আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা
আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা
নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলি শুধু নিরবতা
যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কী যন্ত্রণা
যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কী যন্ত্রণা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়া দেব সান্তনা
[chorus]
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
[pre-chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
[verse]
বিধাতা তোমারে ডাকি বারে-বারে, করো তুমি মোরে মার্জনা
বিধাতা তোমারে ডাকি বারে-বারে, করো তুমি মোরে মার্জনা
দুঃখ সহিতে দাও গো শক্তি, তোমারই সকাসে প্রার্থণা
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ
বিষাদ অনলে পুড়ে বারেবারে, লুন্ঠিত হবে স্বপ্নস্বাদ
[chorus]
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
[pre-chorus]
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
letras aleatórias
- letra de brothers - gang of youths
- letra de hold on - benzo (rus)
- letra de don't cry for me argentina (miami mix alternate ending) - madonna
- letra de pathetic - fuckwrench
- letra de сожги (burn it) - гокки (gokki)
- letra de тает тает (melts melts) - fhuneral74
- letra de gris - lil supa
- letra de not again - lil flow & squ9re
- letra de i'm gone now - solace kai
- letra de don’t let up - trippie redd