
letra de aral - hridoy khan
edited by mishu mohammad 2 days ago
আড়ালে থেকে কে যে ডেকে যায়
ও আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
ও হো, কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
letras aleatórias
- letra de don't be long - grin
- letra de entrano escono - rasty kilo
- letra de a balles réelles - la rumeur
- letra de wasser - yosho
- letra de complainin - 9hidden5
- letra de abraços apertados - marques
- letra de mi vida es para mí - soleá morente
- letra de murder business - king tiro
- letra de back 2 da bullshit - yvngxchris
- letra de jamais - 4tours