letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de eai nishi - hridoy khan feat. sami, sandipon, nirjhor, arif & rintu

Loading...

আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি
আজকের এই নিশি ভালবাসি ভালবাসি

নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি

মৃদু বাতাস বলে, ছিলে সে তুমি
তোমারি মোহে, হারাই আমি
মৃদু বাতাস বলে, ছিলে সে তুমি
তোমারি মোহে, হারাই আমি

নিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সুখ্সারে

আজকের এই নিশি ভালোবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি

যখন দাঁড়াও এসে, ভুলে যাই সবি
হৃদয়ের সব কথা বলে দিই আমি
যখন দাঁড়াও এসে, ভুলে যাই সবি
হৃদয়ের সব কথা বলে দিই আমি

তোমারি যে চিরদিনই রব আমি তোমারি
আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি
আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজই আমি

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...