letra de 465 - acoustic version - hothat
Loading...
[verse 1]
শূন্য রাত, এক কবি
দুই কথায় তিন কবি
চার দেয়াল, পাঁচ শহর
ছয়টি দিন, সাত সাগর
এই হিসাব করি জীবনের খাতায়
নিকাশ নিয়ে চিরকাল চলে যাই
[instrumental]
[verse 2]
সত্য ভোর, মিথ্যা দিন
বিশ্বাসে তথ্যহীন
প্রকাশে চাই বিচার
নিশ্বাসে শেষ প্রচার
[chorus]
একই আকার দেখে নির্বিকার হয়ে
নিরাশা মোর পথ সাথি যায় রয়ে
পথ ছেড়ে নতুন পথ খুঁজি
খোঁজের স্রোতে নতুন পথে ফিরি
[bridge]
একা থেকে সমাজের ভুল
সব নিজের করে
খনিকের উশুল
[chorus]
মাঝ রাতের চা শূন্য মনে
রাত হলো ভোর
ভোর হলো দিন, হলো দিন
[outro]
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
letras aleatórias
- letra de alone - isaiah ramirez
- letra de midnight - bry
- letra de altijd blijven lachen - skaffa
- letra de teemu on tuoretta viljaa - lil keitto
- letra de anlamadın mı - ayla dikmen
- letra de tired - scruff
- letra de glow in the dark (acoustic) - smash into pieces
- letra de woke - intertimensional autisti
- letra de girls dem - timaya
- letra de white christmas - america