
letra de bose achhi path cheye - hemanta mukherjee_@brar
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
নিশীথের মনোবীণা
সুর জানে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না-পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের
মর্মব্যাথা
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না-পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের
মর্মব্যাথা
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
সে বাঁধনে দু’নয়নে
ঘুম আসে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
letras aleatórias
- letra de against the world again - dat kakashi
- letra de rest of my dust - the swarm
- letra de il suono del male - metal carter
- letra de brand new second hand - the upsetters
- letra de porcozio - visir
- letra de sara - angelo ente
- letra de no querías lastimarme - jorge medina
- letra de compass - roam
- letra de no hook lol - notjerryhuras
- letra de du bist perfekt - christina stürmer