letra de original - hemanta mukherjee
Loading...
 
 
		সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা ।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো— আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে ।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে ।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার—
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
letras aleatórias
- letra de hayallerim hayal oldu - deniz seki
 - letra de brudt - tvivler
 - letra de railroad ghost - jason dea west
 - letra de funeral - w1reh3ad_411
 - letra de mon amour - stromae
 - letra de yzn - uni face
 - letra de verlossing - walg
 - letra de naiv - bendik
 - letra de mind over matter - diverseddie
 - letra de i.d.c. - killa-stryder & vee mason