letra de mon mor megher sangi - hemanta mukherjee
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত আলোকে
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত আলোকে
ঝঞ্ঝনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ-দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
letras aleatórias
- letra de the light - bruce soord
- letra de something for nothing (live) - loudon wainwright iii
- letra de tristemente feliz - adán cruz
- letra de on the gram - peewee longway
- letra de ulizica - rambo amadeus
- letra de i can't resist - the reaction
- letra de beaches - miloux
- letra de potential - chvse
- letra de ya imra2a - يا إمراء - malikah
- letra de strawberry shortcake - goodie bag