letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ei monihaar amay nahi saje - hemanta mukherjee

Loading...

এ মণিহার আমায় নাহি সাজে(2)–
এরে পরতে গেলে লাগে,
এরে ছিঁড়তে গেলে বাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে

কণ্ঠ যে রোধ করে,
সুর তো নাহি সরে(2)
ওই দিকে যে মন পড়ে রয়,
মন লাগে না কাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে

তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি।
ফুলমালার ডোরে
বরিয়া লও মোরে(2)
তোমার কাছে দেখাই নে মুখ
মণিমালার লাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে
এ মণিহার আমায় নাহি সাজে

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...