letra de amar hiyer majhe - hemanta mukherjee
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে…
আমি হৃদয় পানে চাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে
আমি তোমার কাছে যাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম…
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে…
আমি হৃদয় পানে চাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
letras aleatórias
- letra de hoy me atrevo - ñejo & dálmata
- letra de paye ton 16 #08 [hippocampe fou] - hippocampe fou
- letra de padre nuestro, hijo bastardo - sr. zambrana
- letra de mai - francesco renga
- letra de ipod x-mas - hello saferide
- letra de living in a fantasy (edit) - bwo
- letra de float - mighty wonder
- letra de panameña - willie colón & héctor lavoe
- letra de my name? - sick and hate
- letra de liar - the delta saints