letra de olir katha shune bakul hase - hemant kumar
Loading...
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।
letras aleatórias
- letra de bellyofthebeast - lerado khalil
- letra de no te siento - j mena
- letra de if i lose myself - alesso
- letra de i do i do - park bom (박봄)
- letra de where's ms. juicy (hamburger booty) - tisakorean
- letra de spongy - tisakorean
- letra de take one to the head - sabrina claudio
- letra de deus não está morto (god's not dead) - fernandinho
- letra de halu - rapx
- letra de dip - tisakorean