letra de bangladesh - hayder
যে মাটির পরতে পরতে
সোঁদা গন্ধ বীজ ঘুমিয়ে আছে
সবুজের সারি রাঙ্গা আলপনায়
রাখালিয়া সুর মিশে একাকার
এ মাটি নয় অন্য মাটি
প্রতিভায় বরেণ্য ঘাটি
সাধু সন্নাসী পরিজন ভুলে
বেধেছে শানি কি মায়া জালে
যে মাটির মায়ায় কিষানীর ছায়ায়ে কি মাতম দোলা
শিল্পীর তুলি খোলা অঞ্জলি কভু যায় ভোলা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
যে মায়ের বুকে একে বেকে যায়
খাল বিল নদী অম্রিত ধারায়
এ মা তো নয় অন্য মাতা
উপশম করে যে ব্যথা
লাখ সন্তানের দুঃখী অন্তরে
বিয়োগের পাশে স্বজনের বেশে
যে মায়ের কোলে কুঞ্জনে পিউ পাপিয়া
পথে প্রান্তরে পরাণো যেন নকশীকাথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
পীর আউলিয়া হাসন রাজা লালন শাহ জয়নুল কবি নজরুল
আব্বাস উদ্দিন রবীন্দ্র বীর অমর গাথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
যে মাটির মায়ায় কিষানীর ছায়ায়ে কি মাতম দোলা
শিল্পীর তুলি খোলা অঞ্জলি কভু যায় ভোলা।।
letras aleatórias
- letra de brutality - truth & da beatminerz
- letra de blitzraub - bayo229
- letra de white - camel toe productions
- letra de er der ærter? - next to the box
- letra de этти (recorded version) - lxster & quandor
- letra de u with me still? - jermain
- letra de aso - kwabena kwabena
- letra de грустный клоун (sad clown) - юг 404 (ug)
- letra de abalele (mixed) - dj paak
- letra de não fosse tão tarde - gatos de tênis