letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de flop scene - hatirpool sessions

Loading...

[intro]
করে ভায়া ঘাপলিং যারা
ধইরা দে লাড়াচাড়া
দিয়া কানের উপ্রে ঘাড়া
অরে উড়াধুরা পারা
ভালো একাই বাঁচে না জানি খারাপ রে ছাড়া
এক জান লয়া টান দিবো একটা ইশারা
এই ধনে মনে বনে জনে জলে জঙ্গলে
উপকার থেকে অপকারে কার মঙ্গলে
দেখি বোয়াল কুমিরে চোদে শালিকের খোপে
টের পাইলেই বান্দারে ল ঘেরাটোপে

[verse 1]
আজও যেকোনো জমিনে কাকা জিন্দা খাড়ায়া
এক বয়ানেই দিবো তর মগজ ঘাড়ায়া
যতো আবঝাব চাপলিস যাইবো ট্যামায়া
ঝাল সিদ্ধির টানে পাপী যাইবি হারায়া ফোন টেকা ছাড়া মেইনরোডে খাড়া
দ্যাখ ডাক দিয়া পাস কারে খাড়ার উপ্রে ধরা
ট্যাকা ক্ষমতার বুঝে বাবা বেহুশে যারা
চোখ চায়া দ্যাখে একদিন সবদিকে গাড়া

[pre-chorus]
কথা যদি খাটে রাখিস না ঘাড়ে
কেউ গেলেগা বুইঝা ভুলে ডাকিস না তারে
এই দুনিয়ার চোখ রঙে রাঙাইসে যারে
ওয় ভুংভাং বুঝ লয়া খিচ
কথা যদি খাটে রাখিস না ঘাড়ে
কেউ গেলেগা বুইঝা ভুলে ডাকিস না তারে
এই দুনিয়ার ভুংভাংভুংভাংভুংভাংভুং
[chorus]
চাতক শাহ ভাঙ্গারি
খায়া যাবি খাঙ্গারী
যদি ঘাপে পাঙ্খিস খায়া চাস ভান্ডারী
রগ ত্যারা চলে না নহরে তে গণ্ডারী
চোখা শিং ষাড় সব এলাকার ষন্ডার-ই
চাতক শাহ ভাঙ্গারি
খায়া যাবি খাঙ্গারী
যদি ঘাপে পাঙ্খিস খায়া চাস ভান্ডারী
রগ ত্যারা চলে না নহরে তে গণ্ডারী
চোখা শিং ষাড় সব এলাকার ষন্ডার-ই
খালি পায়ে দুরন্তে উড়ে যায় মালগাড়ি

[verse 2]
খালি পায়ে দুরন্তে উড়ে যায় মালগাড়ি
ভিড়ি একা ভীমপায়ে ভুতুড়ে সাধুর বাড়ি
মনে যতো কালসাপ আধারেতে ছুড়ে ফিরি
চোখে নামের স্বপ্নের রঙে আঁকা বিরিশিরি
কলিজার নিহত কান্না রাতে ঝিরঝিরি
দু:খ কে আজও একা ভেবে নেশা মেলে ধরি
ধরলে
খালি পায়ে দুরন্তে উড়ে যায় মালগাড়ি
ভিড়ি একা ভীমপায়ে ভুতুড়ে সাধুর বাড়ি
মনে যতো কালসাপ আধারেতে ছুড়ে ফিরি
চোখে নামের স্বপ্নের রঙে আঁকা বিরিশিরি
কলিজার নিহত কান্না রাতে ঝিরঝিরি
দু:খ কে আজও একা ভেবে নেশা মেলে ধরি
ধরলে…
[verse 3]
ধরলে যেকোনো পাখি কে রাখা যায়
তবু তার দোয়া, প্রেম, সূর, মন পাওয়া যায় না
আয়নায় আশিকী দিললাগির রুহের কসমে
প্রেম মাওলা বিনে কেউ মিলায় না
চাইলেই পায় না, পার পাওয়া যায় না
শেষে ধরা বায়নারা মোনাজাতে তীব্র স্বরেও
ঠিক ধ্যান থেকা জ্ঞানে পৌছায় না
হারাইতে হয়
যজ্ঞায় ভয়
পুড়াইতে হয় সব সংশয়
মিটাইতে হয় ৬৬৬
মৃতদেহ মধ্যাহ্নের রোদে লয়
যে যারে পারে নূরাবুঝে লয়
এইভাবে ঘটে থাকে আত্মার ক্ষয়

[verse 4]
চাচা চাল থেকা লাল টাকায় মাল লয়া ডাল খায়া খাল কাইটা কুমির রে মারে গাল
লে হামতাম মাচায়া নয় প্যাঁচে গোলেমালে বিলেঝিলে কিসমত মারে ফাল
লেই লঙ্গরখানা লস্কর মশকরা হয়া যায় হায় হারায়া নাজেহাল
লিওনির মতো কিউটির পিওন হয়েও যারা রক্তের লোভ আর কতকাল?

[outro]
এইখানে flop scene চলে না
কেউ fame, shame বোকাকথা গনে না
তুমি বিদেশে dollar-এ কাকা
currency, cash লয়া হামতাম করলেও জমে না
এদেশে মৃত্যু সংখ্যা চোখ খায়
খায়া চিৎকার গুলা মনেতে লুকায়
মন তবু ডানামেলা আকাশেতে
পাখির মতোন উড়ে দূরে ঘুরে নীড়ে ফেরা চায়
guess what then হারায়া যায়
সবাই কোথায়? সময় যেথায়
স্বপ্ন বাচায় ভুলে সত্য হাসায়
জানি মিথ্যা বাচায় নাকি মৃত্যু নাচায়
কে কারে বাঁচায়? যে যারে হাসায়, সে তারে ফাঁসায়
মাগার এক ঢাকাইয়া পোলাপাইন গাদ্দার চিনা
তবু বন্ধু বইলা ওর জীবন বাচায়

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...