
letra de carew & co - hatirpool sessions
[verse]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[pre-chorus]
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
[chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
[post-chorus]
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
[instrumental break]
[verse 2]
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ-মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ-মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
[chorus]
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
[bridge]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
letras aleatórias
- letra de pox - uggy ugly
- letra de watch yourself - live - ministry
- letra de visage masqué - jul
- letra de naquele dia - fado são miguel - teresinha landeiro
- letra de hey dj (syence remix) - joel corry
- letra de нас нет (we're not here) - angelgrind
- letra de zerzan wept - sect (hardcore)
- letra de el comienzo del final - nicole zignago
- letra de chi beve, chi beve - etta di marco
- letra de fire - water liars