letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de bishader poromanu - hatirpool sessions

Loading...

[verse 1]
তোমার কাছে আমি বলেছি সে কথা
যে কথা বলেনি কেউ
হাতে হাত বাঁধা, পরষ্পরে অধীন
এমন প্রেমে হবো স্বাধীন
আকাশভরা ঘুড়ি, তাদের মত উড়ি
অভিকর্ষ বিফলে যায়
সুতোয় বাঁধা স্বাধীন ঘুড়ি কেটে গেলে
ঝরে পড়ে বিষণ্ণতায়

[chorus]
দেহ থেকে মন হয়েছে অপহরণ
নেই প্রয়োজন কোনো দূরবীক্ষন
আরো কাছে এসো তুমি
নিয়ে সেই প্রিয় ভাষন
বিষাদেরই পরমাণু ভেঙে হোক
তৃপ্ত আমাদেরই মন
[instrumental]

[verse 2]
গুপ্ত কিছু শোকে লুপ্ত হয় লোকে
গুপ্তধন শিকারী মন
প্রকাশ নেই মুখে, গুপ্ত থাকে চোখে
মৌনতার বিস্ফোরণ
বলেছি সবই তোমায়, রাখিনি কিছু বাকি
এক কথায় সে চার বর্ণ
সিক্ত হলে তুমি, বাতাসে কানাকানি
দু’চোখে ভরে যায় স্বর্ণ

[chorus]
দেহ থেকে মন হয়েছে অপহরণ
নেই প্রয়োজন কোনো দূরবীক্ষন
আরো কাছে এসো তুমি
নিয়ে সেই প্রিয় ভাষন
বিষাদেরই পরমাণু ভেঙে হোক
তৃপ্ত আমাদেরই মন

[instrumental]

[chorus]
দেহ থেকে মন
দেহ থেকে মন
দেহ থেকে মন হয়েছে অপহরণ
নেই প্রয়োজন কোনো দূরবীক্ষন
আরো কাছে এসো তুমি
নিয়ে সেই প্রিয় ভাষন
বিষাদেরই পরমাণু ভেঙে হোক
তৃপ্ত আমাদেরই মন

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...