
letra de shopna tar sathe hoy dekha lyrics habib wahid - habib wahid
হুম হুম হুম…
হুম..হুম…হুম…
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি, তা একা একা।
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়
দু’চোখ রাখা দূর বহুদূর।
হুম হুম হুম…
হুম..হুম…হুম…
তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙে
দেখি ব্যস্ততার শহর।
অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কত কিছু বলে ফেলা
তাকে ভালবেসে ফেলা
এ ভালবাসাতেই রোদ্দুর।
হুম হুম হুম…
হুম..হুম…হুম…
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়
সোনালী রোদে ভরা
মেঘের আকাশ চাই না
তার স্বপ্নে আছে তারা।
বেসেছি ভাল তাকে
স্বপ্ন দেখার ফাঁকে
স্বপ্নের রং মেখে
মনেতে তার ছবি এঁকে
সে স্বপ্নের চেয়েও মধুর।
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি, তা একা একা।
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়
দু’চোখ রাখা দূর বহুদূর।
@erensharifuz
#shopnatarsathehoydekha
#shopnercheyeomodhurlyrics
#habibwahidsonglyrics
letras aleatórias
- letra de motherfucker - fake vegeterian ex - girlfriend - cirera
- letra de be with u - t.i.s
- letra de bwag - yung beef
- letra de why you lying - menace x reezy raw x chubz
- letra de μη με προδώσεις (mi me prodoseis) - katy garbi
- letra de freemind - davinchee x
- letra de grindin' my whole life (rosenberg freestyle) - childish gambino
- letra de cosas que no pasan - el chojin
- letra de love game - blue navy
- letra de jason & freddy - mickey shiloh