letra de projapoti (title song) - habib wahid
Loading...
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
এক মুঠো জোনাকী দাও ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে, নাও জোরিয়ে ।
এক মুঠো জোনাকী দেবো ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে নেব জোরিয়ে ।
নিবির পিছুপিছু, সাধের কিছুকিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
হা হা হা হাহ….ও ও ও
হাত ধরে দুজনে চল হারাব
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
করে পাশাপাশি ,ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে, (হা হা…)
ইচ্ছের সাত রঙ মেখে, (হা হা…)
তোমার আকাশে হব প্রজাপতি ।
letras aleatórias
- letra de how you every o shot - sha ek & cj goon
- letra de auswigeng (skit 2) - tommy vercetti
- letra de пульс (pulse) - 4.ty^_^
- letra de confessions - áron andrás
- letra de rush - varas
- letra de faded - xteihn & arc__tic
- letra de ahh baby - gunna
- letra de my heart bleeds for you - luvwillow
- letra de city to city - dvvo
- letra de четверг (thursday) - deadkid