
letra de ei bangla ei manush - habib wahid
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ ।
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ
বুক পাঁজরে সাহস,
দিক বিজয়ী ফানুশ ।
হোঁচট খেয়েও পথ হাটতে ঠিকই জানি,
কান্না থুয়ে হাসি নিয়ে অন্তরে নামি ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
এই বাঙালি, জানে যাদু
হার না মানা মন্ত্র ।
আলোর ভোরে উজাড় করা
শক্তিতে আমন্ত্রন ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
letras aleatórias
- letra de ¿dónde estuviste? - neo pistéa
- letra de nothing special - tiffi
- letra de act right - soulesseli
- letra de leviatán - j.s homero
- letra de when the curtains drop - dividing the line
- letra de fresh to death - kxng(koz)
- letra de bruddas - $tupid young
- letra de one less heart to break (new version) - patent pending
- letra de wait - matondo
- letra de rocky balboa - lost