letra de abahon - habib wahid feat. porshi
কি এমন আবাহন তোর ছায়ায় ।
মানে না মন বারন, তোর পাড়ায় ।
কি এমন আবাহন তোর ছায়ায় ।
মানে না মন বারন, তোর পাড়ায় ।
তোর অবাক চোখ, অবুঝপনায়
কি করে বল তোকে আরো জানতে পাই ।
ছুঁয়ে ছুঁয়ে বসবাস,
চেনা জানার ইচ্ছে আভাস ।
অলিগলি তোর চারিপাশ তাই
আমার করেছি ।
বুঝে নে কতটা ভালোবেসেছি ।
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা কাছে রয়েছি ।
জেনে নে কতটা ভেবে রেখেছি ।
যতটা ভেবেছিস, তারও বেশী ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা মিশে রয়েছি ।
এ কেমন সমর্পণ, তোর ভাবনায় ।
তোর ছোঁয়াতিস হরন কল্পনায় ।
তোর চুপকথায় পাগলপারা
কি করে বল তোকে মন বোঝায় ।
চোখের পাশে গল্পে হারায়
ধোঁয়া ধোঁয়া স্বপ্নের মায়ায় ।
তোর বুকে আমার নিঃশ্বাস
আজ বেঁচে থাকা দায় ।
বুঝে নে কতটা ভালোবেসেছি ।
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা কাছে রয়েছি ।
জেনে নে কতটা ভেবে রেখেছি ।
যতটা ভেবেছিস, তারও বেশী ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা মিশে রয়েছি ।
letras aleatórias
- letra de bayelsa - timaya
- letra de автор (autor) - beayee
- letra de a.f.n - carlo errin
- letra de circles (cover) - alexa d'mello
- letra de fraude fiscal (slowed + reverb) - mc zeca
- letra de paris! berlin! schwerin! - alex mofa gang
- letra de cheating on you - leeland murnane
- letra de different - joey vantes
- letra de génesis - la etnnia
- letra de la lunga estate calda - mazapegul