letra de keu kadbena - grizzle tune
Loading...
{intro}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।
{bridge}
চোখদুটোর নগ্নতা বেড়ে চলেছে সীমাহীনভাবে
পাতাদুটো খেয়ে গেছে অনিদ্রায় ।
নিশ্বাসে শুধু মরা গন্ধ ভাসে
হয়ত ভিতরে ভিতরে সব পচে গলে গেছে হতাশায় ।
হারানোর অজীর্ণ জলাবর্ত কল্পনায়
ডুবে হয় এক জনম পরিত্যক্ত জলাশয় ।
{instrumental}
{verse}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ কাঁদবে না ।
তোমার ঠোটে ঠোট রাখলে
আর ঘড়ির কাটা ঘুরবে না ।
কালো মেঘের ছায়ার নাগালে
তুমি আমি আর থাকব না ।
{chorus}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।
letras aleatórias
- letra de the melody of love - kayay (vn)
- letra de doe toch normaal man - willy organ
- letra de soy - chelo mc
- letra de you'd like to be free - willy mason
- letra de demon - moonchild sanelly
- letra de santa, can’t you hear me - kelly clarkson & ariana grande
- letra de хб (hb) - teabrogi
- letra de q tengo q hacer - megane mercury
- letra de girl of my dreams - patrick cc:
- letra de coleslaw - likdageek