
letra de besto shohore - fuad feat. poonam
এই প্রতিটি দেয়াল, যার অন্ধক্ষণ বেধে রাখেনি তোমায়
ওর পাশে পৃথিবী, অবিচল রূপালী পূর্ণিমা
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
আমি লুকনো ছবি, তোমাতে বিভর, নিরবধি
আমি হেটে চলে যাই, প্রতিটি শহর, তুমি থাকো যদি
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
তোমার সাগর বুকে, ছেয়ে দিতে চাই, নীলেনীলে
আমি খুজে পেতে চাই, আমার আমিকে, তোমার স্বপ্নঝিলে
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে কত অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
এই প্রতিটি দেয়াল, যার অন্ধক্ষণ বেধে রাখেনি তোমায়
ওর পাশে পৃথিবী, অবিচল রূপালী পূর্ণিমা
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
letras aleatórias
- letra de how dare you - new carnival
- letra de bragakato - big w
- letra de let you in - judy collins & ari hest
- letra de ease up - greg grease
- letra de divine conversation - curtis dwayne
- letra de total / توتال - abyusif أبيوسف
- letra de i don't mean to - captain overhang
- letra de re loco - la base (musical)
- letra de binx - heath mcnease
- letra de hora da aventura - coletivo pés descalços