letra de jobane bangla rap (cypher project) - fraze
[intro: somrat sij]
জবানে বাংলা rap!
২০২০!
[verse 1: the mk of wbc]
okay, okay!
uh, uh!
তাইলে এমন কাম করো, যেই কামে হবে নাম
আর এমন নাম করো, যেই নামে হবে কাম
মূর্খ মানে অর্থ আর জ্ঞানী মানে জ্ঞান
আমার নেন্দুক হয় জব্দ, যদি আমি করি ধ্যান
এই!
শিল্পের বাজার বইছে, শিল্প লইয়া যান
হাইসা বলে, এই দেশে শিল্পের নাই দাম
ক্ষোভে কইলাম থাম, বেটা, খাতা-কলম আন
জেঠার দেইখা লেখার মান, খাইছে capacity-র টান
এই!
সুখের দিনের বন্ধু, দুঃখের দিনে ভাগে
তবে খাতা-কলম হাতে, আমার শিল্পটা থাকে
শিল্পটাই আগে, বাকি সবকিছু বাদে
শিল্পটা তুলে ধরে ব্যক্তিত্বটাকে (আমার)
শিল্প কারাগার, শিল্পী শিকল পরা কয়েদি
শিল্প কারবার, সীমাবদ্ধতায় কয়দিন?
শিল্প বারেবারে, জিগায় ছাড়া পাইবি কোনদিন?
শিল্পী সবে দিশেহারা, শিকল খুইলা কই দেই?
যদি তুইলা ধরি বাস্তবতা
আর কাগজে-কলমে লিখি, সত্য কথা
এই!
যদি তুইলা ধরি বাস্তবতা
সব কয়টা কইতে আসে, তুই ভালা না, uh!
আমার best part, আমি তুই না
i’m an expert, করে তুলনা
আমার best part, আমি তুই না
বিলাই ঠিকই বিলাই থাকে, বাঘ হয়না!
[verse 2: fraze]
3080, northside!
yo!
fraze
verse টা শোনার আগে, সূরা পইড়া বুকের মধ্যে ফুঁ মার
এইটা নগন্য সমাজের অশান্তির কারাগার
লে, ফট! এইখান থেইকা সালা hoes dealer
তোর সপ্নে দেখা building এর আমি pillar
একদিন আমগোর bars হুনার লেইগা করতে হইবো pay!
আমি জানি যে তুই og, bro তুই originally g-y!
এই hip-hop-রে লাইফে পাইয়া aim করসি gain
আমার verse এর তাপে feel করবি বিধবার pain
তোরা hip-hop এর মন্ত্রী হইলে, আমি গোপাল ভাঁড়
তোরা tiktok এর তান্ত্রিক, ভায়া, cringy superstar
বিনোদনে ব্যস্ত থাইকা, বাংলা rap-রে, কয় নস্ট
হালায়, পাদ মুখে শুকতে আইসে, ফুলের সুগন্ধ
যেই bar লিখতে তোরা, বেটা, করস overtime
ওই bar লিখি আমি and that sh-t is part time
হ! বাংলা র্যাপরে বিয়া করসি, এইল্লিগা জলে তোর
আমি র্যাপরে লাগায় দিলে, ফলাফল ১০ মাস পর
it’s the fraze, কানে সত্য গুলা crispy
heats না hits গানে, culture বানায় বস্তি
chips না যে কিনা খাইবা, hip-hop is own sh-t
এই র্যাপার গুলা আমার কাছে soda ছাড়া whiskey
yeah, i’m the bad kid, সমাজ থেকে বিতাড়িত
এই বয়সেই, আমার প্যারা-মিটার, d-mn শিহরিত!
i flip on this game, যেইটা তোগোর লেইগা dream
আমি ওইরকম flavour যেমন igloo’র ice-cream!
yo!
[bridge: fraze]
sorry for the bad talks
straight outta ১২০৭
[verse 3: wahum]
bars সব raw, কইলে ক, কথা-কাফি, জবান-জাহিরে
words can cut souls, left no marks on the body
i fall, still i stand back, my spirit is catching heat
vibe দিবো goosebumps, hail hitler, i’m valkyrie
hard প্রতি line, hits fine, seeking mercy
from evil দৃষ্টিভঙ্গি, divine risen devil আমি
never giving up being stubborn
i’ma classic like john wick and bourbon
catch a seat, beat এ ঢিট, হইসে রীত পুরান
তোগো স্বভাব বাটপারি, দোহাইয়ে রাখিস না কুরআন
নেশা কেন সবার হওয়ার সর্বমহান, জানিনা আমি
field এখন beat flow এ wahum, shinigami
দিয়া বাদ ভন্ডামি, চাইয়া ল ক্ষমা
হিসাবের খাতায় দেখবি, পাপ-পূণ্য সব জমা
এক কলি খায়া তুমি দাবি করো, হওয়ার শিব
বাজান, শাব্দিক প্রহারে আমি স্বয়ং ব্রহ্মা (braah!)
প্রাপ্তিতে কোনো বর দান
রক্ত শুন্য ধড় নিচে, হাতে হাসে গর্দান
মর্মান্তিক, বাস্তবের দাওয়া শিক্ষা
যে পারে ফাল, পিছে ওই আগে গাইবো জয়গান
ময়দানে চলে মুখ, বেশি জাগায় যোগ্যতা কম
সাথে শাস্ত্র তা সহায়ক, গড়তে আসন
বলা সোজা খুবই, সময় মত যায় বোঝা
আগে পইরা জুতা আমার, চইলা দেখা দুই কদম
[verse 4: xmile of wbc]
okay!
লউ ঠেলা! সাই বে ক!
চামচাগুলা side এ ব!
বড় ভাইরে আইতে ক!
তোর xmilla ভা মাইকে ক!
best of the best, হেতে র্যাপ খেলা fight-এ ক!
একশ তে একশ বে, চাটগাঁইয়া ভাই সে!
মোর নাই দেখা বাকি, তোগো ফেইসবুকি rapsta
inbox-এ লুইচ্চা সব, timeline-এ gangsta
হাত তুলা দে সাই, দেখি কার র্যাপার হওয়ার ইচ্ছা
চামচাগিরি বাদ দি, অন্তত কথা বলা শিখ
এইডা যুক্তি কথা বিষ, নাই diss, কইলাম
কথা মনে লাগলে, মাফ কইরা দিস, কইলাম
এই worse gang-এ সব শালায় beast কইলাম
দেখা হবে বিজয়ে, সালাম, peace কইলাম
জাইনা নিস কইলাম, এইডা ভালোবাসার গান না
তুই আমার জাম্বু হইলে, আমি তোর মান্না
খালি fight চলবো এইখানে, ক, কেউ কারো জান না
voice of the street, এইডা ভালোবাসার গান না
ক হুম!
আমার তো জাত ভালা নাই!
এইখানে গুন্ডা পালে সরকার, পাবলিক হাজমুলা খায়!
এইখানে গুন্ডার হাতে সব আছে, হাতখড়া নাই!
ঘুষের টাকায় বউ নিয়া সে রেস্তোরাঁয় যায়
বউ কইছে রেস্তোরাঁ, সে পাঁচ তারা চায়
কাট গাছপালা, ঘর আমার পাঁচ তালা চাই
পেট ভরা তাও আমার plate ভরা চায়
shout out to নিজাম রাব্বি, আমার জাত ভালা নাই
ক!
[verse 5: trojar]
yo!
it’s yo boy, trojar
৩১ আর শূন্য, আর ৪ এ জঘন্য
আমরা তোগোর মতোন পোষা না, তাই
আমরা বন্য
এই দাবার খেলাতে, ভায়া, তোমরা সৈন্য
আয় সালাম দে, আয়া পূজা কইরা, হ ধন্য
সাঁই!
ধর্মের ডাকে, আজ পড়সে বিপাকে
তাই হাগে সে মাইকে, আর মোছে ইরাকে
ল! সাধে কে বেচে দেহ?
সবার দিন আসে
সুন্দরী কমলা নাচায়, তোর view আসে
আর আমরা দেখ, গানে সাতটা verse
real hip-hop করি ভাই, আর কি চাস
যেইটা করে glitter, তোরা অইডাই খাস
এল্লেগা গু আর চকলেটে, choice চাস
fraze, tamim আর আমার লগে somrat sij
সাথে wahum আর wbc, “কথা” ঠিক
“চিল্লা”য়া বইলা-দে পাই, “গভীর পিনিক”
new “dimenson”-এ ভাই, বাপ চিনিস
non sylhety, sylhety
আমার ভার্স পুরা guillotine
my flows like hemlock
তোমরা ফেইসবুকে socrates
আর galileo!
মারিদিও!
দেখমুনে কে কতো!
rosario!
হালার হালা!
এখন যদি আমি ধরি তোর ঘাড়ে, ভায়া
বোঝা যাইবো কারে শয়তানে লাড়ে চাড়ে, ভায়া
তুই যদি radio, আমি spotify, ভায়া
verse এর height এর নিচে evarest, ভায়া
[verse 6: mohidul tamim]
এই ল, কানের নীচে, বাংলা rap!
জীগা, আমি কেডা!
২০২০, ভায়া!
এই, এই
আরে হাত মাইরা ঝাকে, পোলায় সাইজা-গুইজা ঢং
লগে বড় ভাইগোর কলা, হাতে পাইলে, king kong
হেয়গো যন্ত্রতে জং ধরে, bong-এ নাই দম
রোজ মুইত্তা দেই ফালায়, কেডা right কেডা wrong
বয়ঃসন্ধির এই পানিতে, ঝাপ মাইরা ডুবি না
কুফু-কূফু, পাগলামি, চিকি-চিকি, চু- না
s-x, flex, শান্তি আর chill মারা বুঝি না
এই cancer এর দুনিয়াতে, আমরাই তো রুগি না
সুজি না, বুঝ ভাইয়া, আইজ নাইলে, কাল আমি
এই হালাল এর দুনিয়াতে, flow আমার হারামি (সঁই)
আলালের ঘরের ভিতরে, দুলালের দালালি (সঁই)
লইয়া যা কানের নিচে, পাইকারি সালামি
boom! এই bomb-এর উপরে বইয়া, দে উম!
তোরা শুন, এই সেনাপতির নাই কোন ঘুম!
টেকা গুন, এই টেকার গলায় ঠেক মাইরা খুন!
একতারার জীবন বাজে, টুন-টুনা-টুন-টুন!
চালু!
যারে পারছ জিজ্ঞা, কেডায় ধুম্মা-ডি গিলে
শালার, গোল কইরা বইয়া, ঢাকা ক্যান্টনমেন্ট, সিলেট (সঁই)
আবার দমে-দমে, ভবের বাত্তি, জ্বলে আর নিভে
শালার, গোল কইরা বইয়া, ঢাকা…
ওরা মিনিটে, মিনিটে, বদলায়
সব পিনিকে, পিনিকে, মজমায়
সব lyric এর পিরিতে, সিঁড়িতে, ছেরিতে, বেইচা-দে, free-তে স্বস্তায়
আর দেরিতে, দেরিতে, পস্তায়
গান তারিখে, ছাড়িবে, বস্তায়
তোরা guinea pig, mini d-ck, বিবিধ আকৃতি, কি…
ভুইলা গেছি, বাল!
[verse 7: somrat sij]
এই!
হ!
জবানে বাংলা rap!
কে, কি?!
২০২০!
চলুক, চলুক, চলুক!
এই ল!
এক এর পর এক টানা, ইস্টু টাইনা পুরা কানা
কান্ধে লাগায় ডানা, তর আসমানে হানা
চোহে আংগুল দিয়া চিনাইছি, জমিন-সীমানা
জয়! ১২০৬, এহনো আমগোর আস্তানা
তগোর swag, flex, bling এদেশে চো- না ,ভায়া
শিরায়-শিরায় র্যাপ, গিরায়-গিরায় ধোমা টাইনা, খায়া
ভায়া, জিগায় দেখ, নাম শুইনাই, যারা লইছে প্যারা
দুই চোখের ইশারায়, হইয়া যায় দিশাহারা
পাগলা বাংলার হাওয়ায় চলে, ছলে-বলে, কৌশলে
চিনাইছি raw বাংলা rap!
যাগোরে, পশ্চিমের যুগোলে, ক্যান্টনমেন্টের ভুগলে
চা-পানি লেনদেনে, গ্যাপ!
ডাইনে-বামে তাকায়া দেখ, ধুমা উড়াই, পুরাই chill-এ
লই feel-এ, নাও ভিড়াই গিয়া, টপ নল্লি, বিল্লে
আর গিল্লে, ভাই-ব্রাদার মিলে, রংগীলা ভাও (এই)
এই, এই, রংগিলা ভাও (এই, এই, এই)
এই, পাচ আনি মামলায় লছ, ফুটানি
আর আমি, জনম ভর বাংলা র্যাপের আসামী
মানি গুরু, সাফা, মনেতে মায়া মাখা
ভব ভাষা, বাংলা rap, শাহবাগ, ঢাকা
এই, পাচ আনি মামলায় লছ, ফুটানি
আর আমি, জনম ভর বাংলা র্যাপের আসামী
মানি গুরু, সাফা, মনেতে মায়া মাখা
ভব ভাষা, বাংলা rap, শাহবাগ, ঢাকা
letras aleatórias
- letra de cross my heart - slevpy808
- letra de onder de bomen - uberdope
- letra de slekke - de dolfijntjes
- letra de awake - orbit
- letra de crossed the line - maks divine
- letra de blind eye - m.a.n. ii
- letra de glock - io gunshot
- letra de röd dag - e4an
- letra de down and out - kanemochi (카네모찌)
- letra de 100 herzen - sandzo & ataypapi