letra de hansnuhana - fossils
ও মৌ তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে…
জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে…
জীবন চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ’তে হ’তে…
হয়তো মরে গেলে হ’ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতিগুলো?
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে…
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া
দিই পলায়নে আশকারা, আমায়…
এই প্রাণ এইভাবে পলাতক হ’ল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো petrol-ও…
থামি সুনশান ফাঁকা byp-ss-এ
আর হৃদয়ের circus-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে…
বলো ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি show cause-টা দিতে জমা?
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
(আরে!!) ফুটেছে হাসনুহানা…
তাকাও…
জীবন চলছে না আর সোজাপথে,
দ্যাখো আজও হাসি কোনওমতে,
বেঁচে গেছি বলি হ’তে হ’তে…
হয়তো মরে গেলে হ’ত বেশি ভাল,
কেন এত সুখ ফেলে গেলো?
জীবনের সেরা স্মৃতিগুলো…
এই প্রাণ এইভাবে পলাতক হ’ল
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো petrol-ও…
থামি সুনশান ফাঁকা byp-ss-এ
আর হৃদয়ের circus-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে…
letras aleatórias
- letra de hollywood - mr lambo
- letra de glitter - supachefm
- letra de 我們美好過 (we had a wonderful time) - feng ze 邱鋒澤
- letra de 4 am - eladio carrión
- letra de la mas bonita - albert duarte
- letra de d.va rap - rustage
- letra de djeca bez sna - kolektivna šteta
- letra de gespenster - zeusfuture
- letra de young boss - dok2
- letra de succes is freedom - dash shamash