
letra de bhoot aar tilottoma, pt. 1 (ভূত আর তিলোত্তমা) - fossils
ডিলিট করছি তোমার এস এম এস
আমার মগজ থেকে তোমাই করতে নিরুদ্দেশ
ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ।
ও ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা (x2)
করো হে।
না করবো না করবো না এই মত
আমার কাটা ঠোঁটে ভাংগা জোটে
একবোজ্ঞা রিমোট কন্ট্রল এ
আর মনটলে কার জটে
বন্ধ বোকা প্রেমের দোকান অনস্বীকার্য..
অনিবার্য..
প্রিয়তমা হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে
ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে
সরি কাকা আরো টাকা
আমার লাগবে দ্রুত রেটে
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা..
করো হে।
letras aleatórias
- letra de repossession - grace potter
- letra de pearl thusi - emtee
- letra de your love - mick jenkins
- letra de espejos - sóciro
- letra de don't lose your faith in me - amy holland
- letra de i rap with the trees - annette peacock
- letra de when people like you filled the heavens - french films
- letra de amor fingido - silveira e barrinha
- letra de intro - m.c. the emcee
- letra de swallow your teeth - miss may i