letra de jare ja pakhi - evan sheikh
মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
hmm hmm ra ra ra ra
মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
তবু সে আমাকে বুঝলোনা হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
কত যে যতন আর কত যে আদর
পাশে থেকে করেছি দিন রাতভর
কত যে যতন আর কত যে আদর
পাশে থেকে করেছি দিন রাতভর
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
মিনতি করি তাকে যাবি না ছেড়ে
আকাশটা খালি রবে তোকে না পেলে
মিনতি করি তাকে যাবি না ছেড়ে
আকাশটা খালি রবে তোকে না পেলে
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যা রে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
মনের আকাশটায় আছে পাখি
ভালবেসে তারে যতনে রাখি
তবু সে আমাকে বুঝল না হায়
চলে যেতে চায় সে কাঁদিয়ে আমায়
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
যারে যা পাখি তুই উড়ে যা
তোকে ধরে কেমনে রাখি!!
letras aleatórias
- letra de halfway there (outro) - kaleb mitchell
- letra de 악몽 (ghost) - monsta x
- letra de dying - chris garcon
- letra de the march - the dear hunter
- letra de mexendo os braços com teddy - xuxa
- letra de particula - major lazer & dj maphorisa
- letra de plastic knife - tanuki (rap)
- letra de mask off (remix) - nuori
- letra de slide to the left - bleu collar
- letra de titty fuck - lil treydub