letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de duet - elita feat. mahadi

Loading...

আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোন্দিন মুছে যাই

আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোন্দিন মুছে যাই

তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।
aaaaahhhh ehhhhaaaa

কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে।
ব্যাথা ভরা শূন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে

কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে।
ব্যাথা ভরা শূন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে

নিকশ আঁধারে।

আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে তোমার কাছে।

তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।

আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে তোমার কাছে।

তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...