letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de pagla haoar badal diney - dipankar sengupta

Loading...

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন্ বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
ঘরের মুখে আর কি রে কোনো
দিন সে যাবে ফিরে।।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে।
যাবে না, যাবে না
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে
নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই
আজি চাই গো,
যা না পাইবার তাই
কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা
কুটে।।
পাবো না, পাবো না
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন্ বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...