letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de tomar charon chinho dhore (original) - dhananjay bhattacharya

Loading...

গায়ক – ধনঞ্জয় ভট্টাচার্য্য |

তোমার চরণচিহ্ন ধরে
{ পথ যে আমার কাঁদে – }
আমার অবুঝ মন মানেনা
ফেলেছ কোন ফাঁদে |
পথ যে আমার কাঁদে |

ওগো আমার পথিক প্রিয়
কখন তুমি এলে -?
সাড়া দেবার আগেই তুমি
{ কখন গেছ চলে? }
{ মালা আমি গেঁথেছিনু }
সেদিন কত সাধে ||
পথ যে আমার কাঁদে |

এক নিমেষের সেই যে বারেক দেখা
তারই মধুর স্বপ্ন নিয়ে
{ ডাকছে কুহু-কেকা } |

ভুল করে হায় যদি আবার
ফিরেই তুমি আস’ -,
পথের ধারে ফুটবে সে ফুল
{ যে ফুল ভালোবাস ‘ }
ঝরবে না তারা ঝরবে না গো
ভুলে যাওয়ার নিঠুর অপরাধে ||
পথ যে আমার কাঁদে |

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...