letra de kharabi - demolition aa
যারে বেশি দাম দিবা পরে তুমি বোকা হবা
হাবা গাবা খাইয়া বাবা তুমি পরে পস্তাবা
যারে বেশি ভালবাসবা পরের দিন বাঁশ খাবা
যা হইছে হইছে এইবার প্যাড়া নিয়া ভাইঙ্গা যা
সেক্টর ১৩ তে পালাবি, মতলব সব খাড়াবি
মাইয়া সব মতলাবি, ধুয়াই সব সাড়াবি
পোলার নাম ফারাবি, দেখলে সব ঘাড়াবি
মনের প্রকাশ সব এক বিছনায় গুচ্ছাবি “চিই”
মনের খেলা নিয়া মাইয়া কয় নয় ছয় “সিই”
মনের প্রকাশন করলে ওয় কয় নয় ছয় চোই
প্রেম এর বোকা পোলা মন করে হৈ চৈ
একবার ভাইঙ্গা পড়লে মন করবো খালি ভয় ভয়
মাইয়া ছিলো ওভারডোজ, পোলায় করতো বিশ্বাস
মনের আঘাতের ঠেলায় তাও দেখি পোলায় ফিট ফাট
মনের আগুনের জ্বালায় বুককে করে চি ফার
একবার অন এয়ার হয়ে গেলো, ভেঙ্গে গেলো সব বিশাস
তোমার মেয়ে দেখো করে কতো সোনার ময়না
অন্যের ডিমানের বলে বেবি তুমি আমার হওনা
এতো প্যাড়া কেন ভাই, তোমার মন ঠিক নাই
একটা আলগা জয়েন্ট ধইরা কও বায় বায়
সেক্টর ১৩ তে পালাবি, মতলব সব খাড়াবি
মাইয়া সব মতলাবি, ধুঁয়া সব সাড়াবি
পোলার নাম ফারাবি, দেখলে সব ঘাড়াবি
মনের প্রকাশ সব এক বিছনায় গুচ্ছাবি “চিই”
মনের খেলা নিয়া মাইয়া কয় নয় ছয় “সিই”
মনের প্রকাশন করলে ওয় কয় নয় ছয় চোই
প্রেম এর বোকা পোলা মন করে হৈ চৈ
একবার ভাইঙ্গা পড়লে মন করবো খালি ভয় ভয়
আবে খাড়া না আলগা পেড়া নিয়া তুই ভাগ
বুকের জোড় থাকলে তুই হইবি তোর নিজের বাপ
হাতের কলমে মুচে দিবি সব তর নিজের পাপ
মন হারালে বুঝবি ও ছিল এক কাল সাপ
দুই দিনের ভালবাসা, পর দিন বিষ
সোজা কথা না বুঝলে, কানের তলায় দে খিঁচ
অয় ছিল এক মাল, অয় ছিল আমার পিশ
পরে বুজলাম অয়ে হইলো সেই বড় একটা বিচ
ধুঁয়া ডা উড়া না, কথাডা ঘুরা না
কথাডা জোর গুতা দেয় লাইক ফিরানা
কেও কয় তো সড়ানা, আমি তো ভালা না
ভাইঙ্গা পড়লে এবার তুই এইবার কইবি খাড়া না
খাড়াবি খাড়াবি
খাড়াবি খাড়াবি
খাড়াবি খাড়াবি
মাইয়া সব সাড়াবি
letras aleatórias
- letra de decimate - display of decay
- letra de light on - sublime with rome
- letra de queen - del-vay
- letra de can’t lose - youngin’ chriso
- letra de big business - dababy
- letra de intoxicated - nocap
- letra de от и до (from and to) - gentaritrayf
- letra de granny's moonshine - yung parents (đoke $achok and prc ning)
- letra de yesterday - swinging erudites
- letra de understand your man - thelma houston