
letra de muhurter sheshe - defy bangladesh
[verse 1]
দূরবীনে চোখ রেখে প্রাচীরের পরাজয়
দেখে কি শ্যাওলাকে ফুল ভেবে গল্পের শেষ হয়
বিধাতাকে অভিযোগে ফেলে, নিয়তির চাদরে শরীর মেশে
ঘৃণার অভিমানে দিন কাটে, বাধার অপমানে সুর ভাঙ্গে
দিনের শেষে কীসেরই বেশে কী আসে?
জানতে চাওনি যা জানার ছিলো, আজ নাও জেনে
[chorus]
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
[verse 2]
কুয়াশাতে জন্ম যাদের, রাত্রি শেষে হয় শিশির
দুরাশারই দৃষ্টিভ্রমে কান্না পায় না যে হাসির
উদাসীনতারই আড়ালে অন্ধ ঘুম আর কত?
ক্ষুধার জালে ধরণির কোলে ঈশ্বর আজ মাথানত
ক্ষোভেরই দোয়াতে মানচিত্র হয় নাকি?
ভুলে যাও
[chorus]
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
মুহূর্তের শেষে তো বেঁচে থাকাই আনন্দ
দূরত্বের পরেও তো বেঁচে থাকে মায়া
letras aleatórias
- letra de pushing - babyloon
- letra de blackened [freeze 'em all] - metallica
- letra de worker ant - hello sleepwalkers
- letra de intro le cri des briques - profecy
- letra de two nobodies in new york - jeff bowen
- letra de träume - die lochis
- letra de grande colère - disiz la peste
- letra de códice - beret
- letra de calorzão - mc tchelinho
- letra de solus - port lucian