letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de raag - cryptic fate

Loading...

কিভাবে আমাকে তুমি বলবে
কিভাবে আমাকে শান্ত করবে
আত্মঘাতী ধ্বংসযজ্ঞ, রাতারাতি যুদ্ধ ক্ষেত্র
উন্মাদনায় সবাই মত্ত

অস্ত্র জোরে সব কেড়ে নেই
হিংস্র চোখে সব দেখে যায়
সীমাহীন এই অপমান যে
সহ্য করতে পারি না

মাথায় ওঠে রাগ
রক্ত গরম রাগ

ইচ্ছা করে, ওদের ধরে
ঠান্ডা মাথায়, হাসি মুখে
গলা টিপে হত্যা করি

কিভাবে আমাকে তুমি বলবে!
ওদের বিরুদ্ধে কিছু না করতে
জানোয়ারের পর্যায়ে এরা
করেছি ওদেরকে জেরা
ওদের জীবন ছিনতাই করতে কি যে আনন্দ!

মাথায় ওঠে রাগ
রক্ত গরম রাগ
ইচ্ছা করে, ওদের ধরে
ঠান্ডা মাথায়, হাসি মুখে
গলা টিপে হত্যা করি

মাথায় ওঠে রাগ
রক্ত গরম রাগ

ইচ্ছা করে, ওদের ধরে
ঠান্ডা মাথায়, হাসি মুখে
গলা টিপে হত্যা করি

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...